সেতুর বাজার ব্রীজটি ২নং শুনই উইনিয়ন পরিষদ ও আটপাড়া সদর এর মাঝামাঝি মগড়া নদীর উপর নির্মিত ব্রীজের এক পাশে আটপাড়া উপজেলা পরিষদ আর ওপর পার্শ্বে ২নং শুনই ইউনয়ন পরিষদ ভবন কমপ্লেক্স অবস্থিত ।এই ব্রীজ নির্মিত হয়েছে দুই ইউনিয়ন পরস্প মিলিত হয়ে হাজার বছরের ইতিহাসে রূপ কথার গল্প আর বাস্তরবতার একান্তই মিল রয়েছে । মগড়া নদী বিধৌত আটপাড়া উপজেলা। এই ব্রীজটি স্থাপতি হওয়ায় আটপাড়া এবং নেত্রকোনা জেলা সদরে যোগাযোগ ব্যবস্থা সহজ হয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস