মনসুরপুর গ্রামটি আটপাড়া উপজেলার ২নং শুনই ইউনিয়ন পরিষদ থেকে ৩ কিঃ মিঃ উত্তরে ৭ও ৮ নং ওয়ার্ডে এবং আটপাড়া বারহাট্রা রাস্তার পাশে অবস্থিত । এই গ্রামে শতকরা ৬৫% লোক পাট চাষ করে জীবিকা নির্বাহ করে। এই এলাকার মাঠি উর্বর এবং পাট চাষে জন্য উপযোগি তাই মনসুরপুর গ্রাম পাট চাষের জন্য বিখ্যাত । আরও বার্শ্ববর্তী গ্রাম ফুলবাড়ীয়া, চাষাপাড়া, ইছাইল, আলীপুর,পিয়াজকান্দি পাটচাষে উপযোগী উর্বর জমি অর্থকারী ফসল হিসেবে কৃষকরা মনোযোগ সহকারে পাট চাষ করে । পাটকে সোনালী আশ হিসাবে এলাকার কৃষকরা পাটকে অর্থনৈতিক জনক হিসাবে দেখে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস